Shri Radha
Menu
Home
About
Contents
Shri Hit Chaurasi Ji
শ্রী হিত চৌরাশি জী
Yamunashtak-Shri Hita Harivansh Mahaprabhu
শ্রীযমুনাষ্টক-শ্রী হিত হরিবংশ মহাপ্রভু
Shri Hit Mangal Gaan
শ্রী হিত মঙ্গল গান
Shri Priya Ji & Laal Ju ke Naamabali
শ্রী প্রিয়া জী এবং লাল জূ কী নামাবলী
Sri Radha Rasa Sudha Nidhi
শ্রী রাধা সুধা নিধি
Shri Priya Ji & Laal Ju ke Naamabali by Shri Dhruv Das Ju Maharaj
Shri Priya Ji & Laal Ju ke Naamabali by Shri Dhruv Das Ju Maharaj
শ্রী প্রিয়া জী এবং লাল জূ কী নামাবলী, ধ্রুবদাস জু
শ্রী প্রিয়া জী কী নামাবলী, ধ্রুবদাস জু
শ্রী রাধা
নিত্য কিশোরী
বৃন্দাবন বিহারিণী
বনরাজ রানি নিকুঞ্জেশ্বরী
রূপ রঙ্গীলী
ছবীলী
রসীলী
রস নাগরী
লাডীলী
প্রিয় সুকুমারী
মোহনী
লাল মুখজোহনী
মোহন মন মোহনী
রতি বিলাস বিনোদিনী
লাল লাড় লড়াবানী
রং কেলি বাড়াবানী
সুরত চন্দন চর্চিনী
কোটি দামিনী দমকনী
লাল পর লটকনী
নবল নাসা চটকনী
রহসি পুঞ্জে বৃন্দাবন প্রকাশিনী
রং বিহার বিলাসিনী
সখী সুখ নিবাসিনী
সৌন্দর্য রাসিনী
দুলহিনী
মৃদু হাঁসিনী
প্রীতম নৈন নিবাসিনী
নিত্যানন্দ দর্শিনী
উরজনী পিয় পরশিনী
অধর সুধারস বরষিনী
প্রাণনি রস সরসনী
রং বিহারনি
নেহ নেহারনি
পিয় হিত সিঙ্গার সিঙ্গারিনী
প্রিয়র সোঁ প্রিয়র কো লে উর ধারনী
মোহন মৈন বিত্থা নিবারিণী
জানি প্রবীণ উদার সম্বারনী
অনুরাগ সিন্ধে
শ্যামা
বামা
ভামা
ভাম
ভাঁওবতী
যুবতীন জুথ তিলকা
বৃন্দাবন চন্দ্র চন্দ্রিকা
হাঁস পরিহাঁস রসিকা
নবল রঙ্গিণী
অলকাবলী ছবি ফন্দিনী
মোহন মুস্কিনী মন্দিনী
সহজ আনন্দ কন্দিনী
নেহ কুরঙ্গিণী
নৈনবিশালা
মহামধুর রস কন্দিনী
চঞ্চল চিত্ত আকর্ষিণী
মদন মান খন্ডিনী
প্রেম রং রঙ্গিণী
বঙ্ক কাটাক্ষণী সকল বিদ্যা বিচ্ছিণী
কুঁবর অঙ্ক বিরাজনী
প্রিয়র পট নিবাসিনী
সুরত সমর দল সাজিনী
মৃগনৈনী
পিকবৈনী
সলজ্জ আঁচলা
সহজ চঞ্চলা
কোক কলানী কুশলা
হাব ভাব চপলা
চাতুর্য চতুরা
মাধুর্য মধুরা
বিনু ভূষণ ভূষিতা
অবধি সৌন্দর্যতা
প্রাণ বল্লভা
রসিক রমনী
কামিনী
ভামিনী
হাঁস কলি গামিনী
ঘনশ্যাম অভিরামিণী
চন্দ বিপিণী
মদন দবনী
রসিক রমনী
কেলি কমনী
চিত্তহারিণী
লাল উর পর চরণধরণী
ছবি কঞ্জ বদনী
রসিক আনন্দিনী
রূপ মঞ্জরী
সৌভাগ্য রসবড়ী
সর্বাঙ্গ সুন্দরী
গৌরাঙ্গী রতিরস রঙ্গী
বিচিত্র কোক কলা অঙ্গী
ছবি চন্দ বদনী
রসিক লাল বন্দনী
রসিক রং রঙ্গিণী
সখিনু সভামন্ডিনী
আনন্দ কন্দিনী
চতুর অরু ভোরী
সকল সুখ রাশি সদনে
দোহা - প্রেম সিন্ধু কে রত্ন যে, অধ্যুত কুঁবরি কে নাম ।
যাকি রসনা রটে ‘ধ্রুব’ সো পাবে বিশ্রাম ।।
ললিত নাম নামাবলী, যাকে উর ঝলকন্ত ।
তাকে হিয় মে বসে রহে, শ্যামা শ্যামল কন্ত ।।
ললিত রঙ্গীলী গাইয়ে। তাতেঁ প্রেম রং রস পাইয়ে ॥
রাধা গৌরী মোহিনী, নবল কিশোরী ভাম ।
নিত্য বিহারিণী লাড়িলী, অলবেলী বর বাম ॥
শ্যামা প্রিয় ভাঁওবতী, নাগরী পরম উদার ।
বৃন্দাবিপিন বিনোদিনী কুঞ্জনি-মণি সুকুমারী ॥
মৃগনৈনী গজগামিনী, পিকবৈনী নবল বাল ।
অতি সুন্দর মৃদু হাঁসিণী, চঞ্চল নৈন বিশাল ॥
কুঞ্জ – কামিনী ভামিনী, ছবি দামিনী অনূপ ।
পিয়-হিয়-মোদ – প্রকাশিনী, চন্দ বদনী রস রূপ ॥
রসিক রঙ্গীলী রঙ্গভরী রহি লাল উর-পূরি ।
পিয়হি লড়াবনি সুখ লড়ি, প্রীতম জীবন মূরি ॥
মনহারিণী সুট সুহণী নবল ছবীলী ভাঁতি ।
বৃন্দাবন জগমগি রহ্যৌ অঙ্গনি কি ছবি কান্তি ॥
কুঞ্জ বিলাসিনী দুলহিনী, আনন্দ রূপ নিধান ।
সখিয়নি-মোদ বাড়াবনী, পিয় প্রাণনি কে প্রাণ ॥
‘হিত ধ্রুব’ ইয় নামাবলী, যো করি হৈ উর-মাল ।
তাকে হিয়ৈ দিনহি বসৈ, নেহী মোহন লাল ॥
লাল জূ কী নামাবলী
লাল রঙ্গীলৌ গাইয়ে। তাতেঁ প্রীতি রঙ্গীলী পাইয়ে ॥
(শ্রী) রাধাবল্লভ লাড়িলৌ, দুলহ নিত্য-কিশোর ।
কুঞ্জবিহারী ভাঁওবতৌ, মুখ-প্রিয় চন্দ-চকোর ॥
রসরঙ্গী রাধা-ধনী, রাধাধব সুকুমার ।
কুঞ্জ-রবন শোভা ভবন বর সুন্দর সুধর উদার ॥
রসিক রঙ্গীলৌ রঙ্গমগ্যৌ শ্রী বৃন্দাবন-চন্দ |
বিপিনবিলাসী ছবি-ছাহা, পিয়-রাধা আনন্দ কন্দ ॥
রসিক-মৌলি আনন্দমণি মোহন কৃষ্ণ কৃপাল ।
সহজ সলৌনৌ সাঁওবরৌ, অম্বুজ নয়ন – বিশাল ॥
‘হিত ধ্রুব’ ইয় নামাবলী, মন-গুণ সোঁ লৈ পোই ।
তাহি কী রসনা স্টৈ, কুঁবরি কৃপা যব হৈ ॥
If you find any error or discrepancy, feel free to contact via email
info@shriradha.net
.
Copyright © www.shriradha.net 2025