Shri Hit Mangal Gaan - Shri Sevak Ju Maharaj

"Shri Hit Mangal Gaan," composed by Shri Shri Hit Sevak Ji Maharaj in 'Sevak Vani,' glorifies the greatness of Shri Hit Harivansh Mahaprabhu Ji, devotion, and the divinity of Vrindavan.

শ্রী হিত মঙ্গল গান - শ্রী সেবক জী মহারাজ

জয় জয় শ্রী হরিবংশ ব্যাস কুল মন্ডনা ।
রসিক অনন্যনী মুখ্য গুরু জন ভয় খন্ডনা।।
শ্রী বৃন্দাবন বাস রাস রস ভূমি জহাঁ।
ক্রীড়ত শ্যামা শ্যাম পুলিন মন্জুল তহাঁ ।।


পুলিন মন্জুল পরম পবন ত্রিবিধ তহাঁ মারূত বহৈ ।
কুঞ্জ ভবন বিচিত্র শোভা মদন নিত সেবত রহৈ ।।
তহাঁ সন্তত ব্যাস নন্দন রহত কলুষ বিহন্ডনা ।
জয় জয় শ্রী হরিবংশ ব্যাস কুল মন্ডনা ।। ১ ।।


জয় জয় শ্রী হরিবংশ চন্দ্র উদদিত সদা ।
দ্বিজ কুল কুমুদ প্রকাশ বিপুল সুখ সম্পদা ।।
পর উপকার বিচার সুমতি জগ বিস্তরি ।
করুণাসিন্ধু কৃপাল কাল ভয় সব হরি ।।


হরি সব কলিকাল কী ভয় কৃপা রূপ জূ বপু ধরযৌ।
করত জে অনসহন নিন্দক তিন্হুঁ পৈ অনুগ্রহ করযৌ ।।
নিরঅভিমান নিরবৈর নিরুপম নিষ্কলঙ্ক জূ সর্বদা ।
জয় জয় শ্রী হরিবংশ চন্দ্র উদদিত সদা ।। ২ ।।


জয় জয় শ্রী হরিবংশ প্রশংসত সব দুনী ।
সারাসার বিবেকত কোবিদ বহু গুনী ।।
গুপ্তরীতি আচরণ প্রগট সব জগ দিয়ৈ ।
জ্ঞান ধর্ম ব্রত কর্ম ভক্তি কিন্কর কিয়ৈ ।।


ভক্তি হিত জে শরণ আয়ে দ্বন্দ দোষ জূ সব ঘটৈ ।
কমল কর জিন অভয় দীনে কর্ম বন্ধন সব কটে ।।
পরম সুখদ সুশীল সুন্দর পাহি স্বামিনি মম ধনী ।।
জয় জয় শ্রী হরিবংশ প্রশংসত সব দুনী ।। ৩ ।।


জয় জয় শ্রী হরিবংশ নাম গুণ গাই হৈ।
প্রেম লক্ষণা ভক্তি সুদৃঢ় করী পাই হৈ ।।
অরু বাড়ে রসরীতি প্রীতি চিত না টরে ।
জীতি বিষম সংসার কীরতি জগ বিস্তরে ।।


বিস্তরৈ সব জগ বিমল কীরতি সাধু সংগতি না টরৈ ।
বাস বৃন্দাবিপিন পাবৈ শ্রীরাধিকা জু কৃপা করৈ ।।
চতুর যুগল কিশোর সেবক দিন প্রসাদহিঁ পাই হৈ ।
জয় জয় শ্রী হরিবংশ নাম গুণ গাই হৈ ।। ৪ ।।





If you find any error or discrepancy, feel free to contact via email info@shriradha.net.