Shri Hit Chaurasi Ji in Bengali Transcript

Anant Shri Vibhushit, Vanshi Avtaar, Paratpar Prem Swaroop - Shri Hit Harivansh Mahaprabhu in his Vani Shri Hit Chaurasi depicted the sweet and blissful pastimes of Shri Priyapriyatam, as he had seen them. Shri Hit Chaturasi (श्री हित चौरासी) is a collection of 84 verses (padas) composed by Shri Harivansh Mahaprabhu .

শ্রী হিত চৌরাশি জি

জোই জোই পিয়ারো করে সোই মোহি ভাবে
ভাবে মোহি জোই সোই সোই করে পিয়ারে
মোকো তো ভাবতী ঠৌর পিয়ারে কে নৈনন মে
পিয়ারো ভয়ো চাহে মেরে নৈনন কে তারে
মেরে তন মন প্রাণ হু তে প্রীতম প্রিয়
আপনে কোটিক প্রাণ প্রীতম মোসো হারে
জয় শ্রীহিত হরিবংশ হংস হংসিনী সাঁওবল গৌর
কহো কৌন করে জল তরংগিনী ন্যারে।।১।।


পিয়ারে বোলি ভামিনী, আজু নীকি জামিনী
ভেণ্টি নবীন মেঘ সোঁ দামীনি ||
মোহন রসিক রাই রি মাই তাসোঁ জু মান করৈ,
এইসি কৌন কামিনী |
(জৈ শ্রী) হিত হরিবংশ শ্রবণ সুনত পিয়ারী রাধিকা,
রমন সোঁ মিলি গজ গামিনী।।২।।


প্রাত সমৈ দোউ রস লম্পট,
সুরত যুদ্ধ জয় জুত অতি ফুল |
শ্রম-বারিজ ঘন বিন্দু বদন পর
ভূষণ অংগহিঁ অংগ বিকূল |
কছু রহ্যৌ তিলক সিথিল অলকাবালি,
বদন কমল মানৌ অলি ভুল |
(জৈ শ্রী) হিত হরিবংশ মদন রঙ রঙি রহে,
নৈন বাইন কটি সিথিল দুকূল।।৩।।


আজু তৌ যুবতী তেরৌ বদন আনন্দ ভরয়ৌ,
পিয় কে সঙ্গম কে সূচত সুখ চৈন |
আলস বলিত বোল, সুরঙ্গ রঙে কপোল,
বিথকিত অরুণ উনিন্দে দৌ নৈন।।
রুচির তিলক লেস, কিরত কুসুম কেশ;
সির সীমন্ত ভূষিত মানৌ তেঁ ন |
করুনা করি উদার রাখত কছু ন সার;
দশন বসন লাগত জব দৈন।।
কাহে কৌ দুরত ভীরু পাল্টে প্রীতম চীরু,
বস কিয়ে স্যাম সিখৈ সৎ মৈন।
গলিত উরসি মাল, সিথিল কিন্কনি জাল,
(জৈ শ্রী) হিত হরিবংশ লতা গৃহ সৈন।।৪।।


(রাগ বিভাস)
আজু প্রভাত লতা মন্দির মে,
সুখ বরষত অতি হরষি যুগল বর |
গৌর স্যাম অভিরাম রঙ ভরে,
লটকি লটকি পগ ধরত অবনি পর |
কুচ কুমকুম রঞ্জিত মালাবালি,
সুরত নাথ শ্রীস্যাম ধাম ধর |
প্রিয়া প্রেম কে অংক অলঙ্কৃত,
বিচিত্র চতুর শিরোমণি নিজু কর |
দম্পতি অতি অনুরাগ মুদিত কল,
গান করত মন হরত পরস্পর |
(জৈ শ্রী) হিত হরিবংশ প্রসংসি পরায়ণ,
গায়ন অলি সুর দেত মধুর তর।।৫।।


( রাগ বিভাস )
কৌন চতুর যুবতি প্রিয়া,
জাহি মিলন লাল চোর হৈ রৈন ।
দুরবত কিঁউঅব দূরৈ শুনি পিয়ারে,
রঙ মেঁ গহলে চৈন মেঁ নৈন ।।
উর নখ চন্দ বিরানে পট,
অটপটো সে বৈন ।
(জৈ শ্রী) হিত হরিবংশ রসিক
রাধাপতি প্রমথীত মইন ।।৬।।


আজু নিকুঞ্জ মঞ্জু মেঁ খেলত,
নবল কিসোর নবীন কিসোরী ।
অতি অনুপম অনুরাগ পরস্পর,
শুনি অভূত ভূতল পর জোরী ।।
বিদ্রুম ফটিক বিবিধ নির্মিত ধর,
নব কর্পূর পরাগ ন থোরী ।
কৌমল কিসলয় স্যৈন সুপেসল,
তাপর শ্যাম নিবেসিত গোরী ।।
মিথুন হাস পরিহাস পরায়ন,
পীক কপোল কমল পর ঝোরী ।
গৌর শ্যাম ভূজ কলহ মনোহর,
নীভী বন্ধন মোচত ডোরী ।।
হরি উর মুকুর বিলোকি আপনপি,
বিভ্রম বিকল মান যুত ভোরী ।
চিবুক সুচারু প্রলোই প্রবোধত,
পিয় প্রতিবিম্ব জনাই নিহোরী ।।
‘নেতি নেতি’ বচনামৃত শুনি শুনি,
ললিতাদিক দেখতিঁ দুরি চোরী ।
(জৈ শ্রী) হিত হরিবংশ করত কর ধূনন,
প্রনয় কোপ মালাওলি তোরী ।।৭।।


অতি হি অরুন তেরে নয়ন নলিন রী |
আলস জুত ইতরাত রঙমগে,
ভয়ে নিশি জাগর মষিন মলিন রী ||
সিথিল পলক মেঁ উঠতি গোলক গতি,
বিন্ধ্যৌ মোঁহন মৃগ সক্ত চলি ন রী |
(জৈ শ্রী)হিত হরিবংশ হংস কল গামিনী,
সংভ্রম দেত ভ্রমরনি অলিন রী ।।৮।।


( সারং )
বনী শ্রীরাধা মোহন কি জোরী |
ইন্দ্র নীল মণি শ্যাম মনোহর,
সাত কুম্ভ তনু গোরী ||
ভাল বিসাল তিলক হরি,
কামিনী চিকুর চন্দ্র বিচ রোরী |
গজ নাইক প্রভু চাল,
গয়ন্দনী – গতি বৃষভানু কিসোরী ||
নীল নিচোল যুবতি,
মোহন পট – পীত অরুন সীর খোরী
( জৈ শ্রী ) হিত হরিবংশ রসিক রাধা পতী,
সুরত রঙ মেঁ বোরি ।।৯।।


( সারং )
আজু নাগরী কিসোর, ভাঁওতি বিচিত্র জোর,
কহা কহোঁ অঙ্গ অঙ্গ পরম মাধুরী |
করত খেলি কণ্ঠ মেলি বাহু দণ্ড গণ্ড – গণ্ড,
পরস, সরস রাস লাস মণ্ডলী জুরী ||
শ্যাম – সুন্দরী বিহার, বাঁসুরী মৃদঙ্গ তার,
মধুর ঘোষ নূপুরাদিক কিংকিনী চুরী |
(জৈ শ্রী) দেখত হরিবংশ আলি, নির্তনি সুঘঙ্গ চলি,
বারী ফেরী দেত প্রান দেহ সোঁ দুরী।।১০।।


মঞ্জুল কাল কুঞ্জ দেশ, রাধা হরি বিসদ বেস,
রাকা নভ কুমুদ – বন্ধু, সরদ জামিনী |
সাঁভল দ্যুতি কানক অঙ্গ, বিহরত মিলি এক संग ;
নীরদ মণি নীল মধ্য, লসত দামিনী ||
অরুন পীত নব দুকুল, অনুপম অনুরাগ মূল ;
সৌরভ জুত সীত অনিল, মন্দ গামিনী |
কিসলয় দল রচিত সৈন, বলত পিয় চাটু বৈন্ন ;
মান সহিত প্রতি পদ, প্রতিকূল কামিনী ||
মোহন মন মথত মার, পরসত কুচ নীভী হার ;
যেপথ যত নেতি – নেতি, বদতি ভামিনী ||
“নরবাহন” প্রভু সুখেলি, বহু বিধি ভার,
ভারত ঝেলি, সৌরত রস রূপ নদী জগত পাবনি ।।১১।।


চলহি রাধিকে সুজন, তেরে হিত সুখ নিধান ;
রাস রচ্যৌ শ্যাম তট কলিন্দ নন্দিনী |
নৃতত যুবতী সমূহ, রাগ রঙ অতি কুতূহ ;
বাজত রস মূল মুরলিকা আনন্দিনী |
বংসীবট নিকট যাহাঁ, পরম রমণী ভূমি তাহাঁ ;
সকল সুখদ মালয় বহে বায়ু মন্দিনী |
যাতী ঈষৎ বিকাশ, কানন অতিসৈ সুবাস ;
রাকা নিশি সরদ মাস, বিমল চন্দিনী ||
নরবাহন প্রভু নিহারি, লোচন ভারি ঘোষ নারী,
নখ সিখ সৌন্দর্য কাম দুখ নিকন্দিনী |
বিলসহি ভুজ গ্রীব মেলি ভামিনি সুখ সিন্ধু ঝেলি
নব নিকুঞ্জ শ্যাম কেলি জগত বন্দিনী।।১২।।


নন্দ কে লাল হরয়ো মন মোর |
হোঁ আপনে মোতিনু লর পোভতি,
কাঁকরি ডারি গয়ো সখি ভোর ||
বান্ক বিলোকনি চাল ছবিলি,
রসিক শিরোমণি নন্দ কিশোর |
কহি কইসে মন রহত শ্রবণ শুনি,
সরস মধুর মুরলী কি ঘোর ||
ইন্দু গোবিন্দ বদন কে কারন,
চিতবান কৌঁ ভয়ে নৈন চকোর |
(জয় শ্রী) হিত হরিবংশ রসিক রস যুবতি |
তূ লই মিলি সখি প্রাণ অঁকোর ।।১৩।।


অধর অরুন তেরে কেসে ক্যাঁ দুরাউঁ?
রবি সসি সংক ভজন কিয়ে অপবস,
অদভুত রঙনি কুসুম বনাউঁ।
সুভ কৌশেয় কসিব কৌস্তভ মণি,
পঙ্কজ সুতনি লে অংগনি লুপাউঁ।
হর্ষিত ইন্দু তজাত জৈসে জলধর,
সো ভ্রম ঢুঁঢ়ি কহাঁ হো পাউঁ।
অম্বু না দম্ভ কছু নহী ব্যাপত,
হিমকর তাপে তাহি কেসে ক্যাঁ বুজাউঁ।
(জৈ শ্রী) হিত হরিবংশ রসিক নবরঙ্গ পিয়
ভৃকুটি ভৌহ তেরে খঞ্জন লরাউঁ।।১৪।।


আপনি বাত মোসোঁ কহি রী ভামিনী,
অঙগী মৌঙ্গী রহতি গর্ব কী মাটি |
হোঁ তোসোঁ কহত হরি শুনি রী রাধিকা পিয়ারী,
নিসি কৌ রঙ কইয়াঁ ন কহতি লজ্জাতি ||
গলিত কুসুম বৈন্নি শুনি রী সারাঙ নয়নি,
ছুটী লট, অচরা বিদতি, অরসাতি |
অধর নিরংগ রঙ রচ্যৌ রী কাপোলনি,
যুবতী চলতি গজ গতি আরুজাতি ||
রহসি রমী ছবিলে রসন বাসন ঢীলে,
সিথিল কসনি কঞ্চুকী উর রাতী ||
সখী সোঁ শুনি শ্রাবণ বচন মুদিত মন,
চলি হরিবংশ ভবন মুসিকাতি ।।১৫।।


আজ মেরে কহঁই চলো মৃগনৈনি |
গাবত সরস জুবতি মণ্ডল মে,
পিয় সোঁ মিলঁই ভলাঁই পিক বৈন্নি ||
পরম প্রবীণ কোক বিদ্যা মে,
অভিনয় নিপুণ লাগ গতি ল্য়নী |
রূপ রাশি শুনি নবল কিশোরী,
পলু পলু ঘাটতি চাঁদনী রেঁনী ||
(জয় শ্রী) হিত হরিবংশ চলী অতী আতুর,
রাধা রমন সূরৎ সুখ দ্যঁনী |
রহসি রভসি আলিংগন চুম্বন,
মদন কোটি কুল ভই কুচৈনী ।১৬।।


আজু দেকি বৃজ সুন্দরি মোহন বনি কেলি |
অন্স অন্স বাহু দই কিশোর জোর রূপ রাশি,
মনঁ তমাল আরুজি রাহী সরস কনক বেলি ||
নব নিকুঞ্জ ভ্রমর গুঞ্জ, মঞ্জু ঘোষ প্রেম পুঞ্জ,
গান করত মোর পিকনি আপনে সূর সোঁ মেলি |
মদন মুদিত অঙ্গ অঙ্গ, বিচ বিচ সূরৎ রঙ,
পলু পলু হরিবংশ পিভত নাঁইন চষক ঝেলি ।১৭।।


সুনি মেরো বচন ছবিলে রাধা |
তৈ পায়ৌ রস সিন্ধু অগাধা ||
তুঁ বৃষবাণু গোপ কী বেটী |
মোহনলাল রসিক হাঁসি ভেন্টী ||
জাহি বিরঞ্চি উমাপতি নায়ে |
তাপে তঁই বন ফুল বিনায়ে ||
জো রস নেতি নেতি শ্রুতি ভাখ্যৌ |
তাকো তঁই অধর সুধা রস চাখ্যৌ ||
তেরো রূপ কহত নহি আবৈ |
(জয় শ্রী) হিত হরিবংশ কছুক যশ গাবৈ ।১৮।।


খেলত রাস রসিক বৃজমণ্ডন |
যুবতিন অংস দিইঁ ভুজ দণ্ডন ||
সরদ বিমল নভ চন্দ বিরাজে |
মধুর মধুর মুরলী কল বাজে ||
অতি রাজত ঘন শ্যাম তমালা |
কঞ্চন বেলি বানী বৃজ বালা ||
বাজত তাল মৃদং উপঙ্গা |
গান মথত মন কোটী অনঙ্গা ||
ভূষণ বহু বিবিধ রঙ সাড়ী |
অঙ্গ সুঘঙ্গ দিখাবতিং নারী ||
বর্ষত কুসুম মুদিত সূর যোষা |
সুনিয়ত দিভি দুন্দুভি কল ঘোষা ||
(জয় শ্রী) হিত হরিবংশ মগন মন শ্যামা |
রাধা রমন সকল সুখ ধামা || ১৯ ||


মোহনলাল কে রস মাতি |
বধূ গুপতি গোবতি কত মোসোঁ,
প্রথম নেহ সাকুচাতি ||
দেখী সংভার পীত পট উপরে কহাঁ চূনরী রাতী |
টূটি লর লটকতি মোতিনু, কী নখ বিদু অঙ্কিত ছাতি ||
অধর বিংব খন্ডিত, মষি মন্ডিত গণ্ড,
চলতি আরুজাতি | অরুণ নাঁইন ঘুংমৎ আলস যুত
কুসুম গলিত লট পাতি ||
আজু রহসি মোন সব লুটী বৈদ্বিধ,
আপনি থাতী |
(জয় শ্রী) হিত হরিবংশ বচন শুনি
ভামিনী ভবন চলি মুসকাতি ||২০||


তেরে নাঁইন করত দৌ চাড়ি |
অতি কুলকাত সমাত নহি
কহুঁ মিলে হঁ কুঞ্জ বিহারী ||
বিথুরি মাঁগ কুসুম গিরি গিরি পরঁই,
লটকি রাহি লট ন্যারি |
উর নখ রেখ প্রকট দেখিয়ত হঁই,
কহা দুরাভতি পিয়ারি ||
পড়ী হে পিক সুবাগ গণ্ডনি পর,
অধর নিরংগ সুকুমারী |
(জয় শ্রী) হিত হরিবংশ রসিকনী ভামিনী,
আলস অঙ্গ অঙ্গ ভারী ||২১।।


নাঁইননিন পর বারোঁ কোটিক খঞ্জন |
চঞ্চল চপল অরুণ অনিয়ারে,
অগ্র ভাগ বান্যো অঞ্জন ||
রুচির মনোহর বান্ক বিলোকনি,
সুরত সমর দল গঞ্জন |
(জয় শ্রী) হিত হরিবংশ কহত ন বান্‍এ ছবি,
সুখ সমুদ্র মন রঞ্জন || ২২।।


রাধা পিয়ারী তেরে নাঁইন সলোল |
তুঁ নিজ ভজন কানক তন যৌবন,
লিয়ো মনোহর মোল ||
অধর নিরংগ আলক লট ছূটি,
রঞ্জিত পিক কাপোল |
তুঁ রস মগন ভই নহি জানত,
উপর পীত নিছোল ||
কুচ যুগ পর নখ রেখ প্রকট মানোঁ,
শংকর সির সশি টোল |
(জয় শ্রী) হিত হরিবংশ কহত কছু ভামিনী,
অতি আলস সোঁ বল || ২৩।।


আজু গোপাল রাস রস খেলত,
পুলিন কলপতরু তীর রী সাজনী |
সরদ বিমল নভ চন্দ বিরাজত,
রোচক ত্রিবিধ সমীর রী সাজনী ||
চম্পক বাকুল মালতি মুকুলিত,
মত্ত মুদিত পিক কীর রী সাজনী |
দেশী সুঘঙ্গ রাগ রঙ নীকৌ,
বৃজ যুবতিনু কী ভীর রী সাজনী ||
মঘবা মুদিত নিসান বাজায়ৌ,
ব্রত ছাঁড়্যৌ মুনি ধীর রী সাজনী |
(জয় শ্রী) হিত হরিবংশ মগন মন শ্যামা,
হারতি মদন ঘন পীর রী সাজনী || ২৪।।


আজু নিকী বনী শ্রী রাধিকা নাগরী
ব্রজ যুবতী জূথ মে রূপ আরু চতুরৈ,
সীল সিংগার গুণ সবনিতেঁ আগরি ||
কমল দক্ষিণ ভুজা বাম ভুজ অংস সখি,
গাঁবতী সরস মিলি মধুর সুর রাগ রী |
সকল বিদ্যা বিদিত রহসি ‘হরিবংশ হিত’,
মিলত নব কুঞ্জ বর শ্যাম বড় ভাগ রী || ২৫ ||


মোহিনী মদন গোপাল কি বাঁসুরি |
মাধুরি শ্রবণ পুট শুনত শুনু রাধিক এ,
করত রতিরাজ কে তাপ কাউ নাসুরি ||
সরদ রাকা রাজনী বিপিন বৃন্দা সাজনী,
অনিল অতি মন্দ সীতল সহিত বাশু রী |
পরম পাবন পুলিন ভৃঙ্গ সেবাৎ নলিন,
কল্পতরু তীর বলবীর কৃত রাসু রী ||
সকল মণ্ডল ভলীঁ তুম যু হরি সোঁ মিলীঁ,
বনি বর বনিত উপমা কহঁ কাসু রী |
তুম যু কঞ্চন তনী লাল মারকত মনি,
উভয় কল হংস ‘হরিবংশ’ বলি দাসুরি || ২৬ ||


মধুরিতু বৃন্দাবন আনন্দ ন থোর |
রাজত নাগরী নব কুশল কিশোর ||
যূথিকা যুগল রূপ মঞ্জরী রসাল |
বিথকিত আলি মধু মাধবী গুলাল ||
চম্পক বকুল কুল বিভিন্ন সরোজ |
কেতকী মেদিনী মদ মুদিত মনোজ ||
রোচক রুচির বহৈ ত্রিবিধ সমীর |
মুকুলিত নূত নদিত পিক কীর ||
পাবন পুলিন ঘন মঞ্জুল নিকুঞ্জ |
কিসলয় সেন রচিত সুখ পুঞ্জ ||
মঞ্জীর মুরজ ডফ মুরলী মৃদঙ্গ |
বাজত উপঙ্গ বিনা বর মুখ চঙ্গ ||
মৃগমদ মালয়জ কুঙ্কুম আবীর |
বন্ধন আগ্রসত সুরঙ্গিত চীর ||
গাবত সুন্দরী হরি সরস ধমারি |
পুলকিত খগ মৃগ বাহত ন বারি ||
(জয় শ্রী) হিত হরিবংশ হংস হংসিনী সমাজ |
এইসে হি করো মিলি যুগ যুগ রাজ || ২৭ ||


রাধে দেকি বন কি বাত |
রিতু বসন্ত অনন্ত মুকুলিত কুসুম আরু ফল পাত ||
বৈনু ধুনী নন্দলাল বোলে, শুনিব কিউঁ আর সাত |
করত কতব বিলম্ব ভামিনী বৃথা অউসর যাত ||
লাল মারকত মনি ছবিলাঁ তোম যু কঞ্চন গাত |
বনি (শ্রী) হিত হরিবংশ
জোরি উভয় গুণ গন মাত || ২৮ ||


ব্রজ নব তরুণী কদম্ব মুকুট মণি স্যামা আজু বনী |
নখ শিখ লোঁ অঙ্গ অঙ্গ মাধুরি মোহে স্যাম ধনী||
যোঁ রাজত কবরি গুথিত কচ কনক কঞ্জ বদনী |
চিকুর চন্দ্রিকনি মাঝ আরধ বিদ্যু মানোঁ গ্রাসিত ফনি ||
সৌভাগ্য রস শির স্ত্রবৎ পানারী পিয় সীমন্ত ঠনি |
ভৃকুটি কাম কোদণ্ড নঁইন সর কাজল রেখ অনী ||
তারল তিলক তান্তক গণ্ড পর নাসা জলজ মণি |
দশন কুণ্ড সরসাধর পল্লব প্রীতম মন সমনী ||
চিবুক মধ্য অতি চারু স্বহেজ সখি স্যাম্বল বিন্দু কণি |
প্রীতম প্রাণ রতন সম্পুট কুচ কঞ্চুকি কসিব তনি
ভুজ মৃনাল বল হারত বলয় জুত পরস সরস শ্রবণী
শ্যাম শীশ তারু মনোঁ মিদ্বারী রচি রুচির রবনী ||
নাভি গম্ভীর মীন মোহন মন খেলাৎ কঁ হৃদনী |
কৃস কাটি পৃথু নিতম্ব কিনকিনি
বৃত কদলি খম্ভ জঘনী ||
পদ অম্বুজ জাবক যুত ভূষণ প্রীতম উর অবনী |
নব নব ভাই বিলোভি ভাম ইভ বিহরত বর কারিণী ||
(জয় শ্রী) হিত হরিবংশ প্রসংসিতা
শ্যামা কীরতি বিশদ ঘনী |
গাবত শ্রবণ শুনত সুখাকার
বিশ্ব দুরিত দবানী || ২৯ ||


দেখত নব নিকুঞ্জ শুনু সাজনী লাগত হে অতি চারু |
মাধবিকা কেতকী লতা লে রচ্যৌ মদন আগারু ||
সরদ মাস রাকা নিশি সাজনী সীতল মন্দ সুগন্ধ সমীর |
পরিমল লুব্ধ মধুব্রত বিথকিত নদিত কোকিলা কীর||
বহু বিধ রঙ মৃদুল কিসলয়
ডাল নির্মিত পিয় সখি শেজ |
ভজন কনক বিবিধ মধু পূরিত ধরে ধরনী পর হেজ ||
তাপর কুশল কিশোর কিশোরী করত হাস পরিহাস |
প্রীতম পানি উরজ বর পরসত প্রিয়া দূরাবতি বাস ||
কামিনী কুটিল ভৃকুটি অবলোকত
দিন প্রতিপদ প্রতিকূল |
আতুর অতি অনুরাগ বিবস হরি ধাই ধরত ভুজ মূল ||
নগর নীভী বন্ধন মোচত এঁচত নীল নিচোল |
বধূ কপট হঠ কোপি কহত কল নেতি নেতি মধু বল ||
পরিরম্ভন বিপরীত রতি বিতরত সরস সুরত নিজু কেলি |
ইন্দ্রনীল মনিনয় তারু মানোঁ লাসন কনক কি বেলী ||
রতি রান মিথুন ললাট পটল পর শ্রম জল সীকার সংগ |
ললিতাদিক অঞ্চল ঝকঝোরতি মন অনুরাগ অখণ্ড ||
(জয় শ্রী) হিত হরিবংশ
জথামতি বর্ণিত কৃষ্ণ রসামৃত সার |
শ্রবণ শুনত প্রাপক রতি রাধা পদ অম্বুজ সুকুমার|| ৩০ ||


আজু অতি রাজত দম্পতি ভোর |
সুরত রঙ কে রসে ভীনেন নাগরী নবল কিশোর ||
অন্সনি পর ভুজ দিইঁ বিলোকত ইন্দু বদন বিবি ওর |
করত পান রস মত্ত পরস্পর লোচনা তৃষিত চকোর ||
ছুটী লটনি লাল মন করষ্যৌ এ যাকে চিত চোর |
পরিরম্ভন চুম্বন মিলি গাবত সুর মন্দর কল ঘোর ||
পদ ডগমগৎ চলত বন বিহরণ রুচির কুঞ্জ ঘন খোর |
(জয় শ্রী) হিত হরিবংশ
লাল ললনা মিলি হিয়ৌ সুরাবত মোর || ৩১ ||


আজু বন ক্রীড়াত স্যামা স্যাম
সুভাগ বনী নিশি সরদ চাঁদনী,
রুচির কুঞ্জ অভিরাম ||
খন্ডত অধর করত পরিরম্ভন,
এঁচত জঘন দুকূল |
উর নখ পাত তিরিচী চিতবন,
দম্পতি রস সম তূল ||
বে ভুজ পীণ পয়োধর পরসত,
বাম দৃশ্যা পিয় হার |
বাসননিপীকে আলক আকর্ষত,
সমর শ্রমিত সত মার ||
পলু পলু প্রবল চৌম্প রস লাম্পট,
অতি সুন্দর সুকুমার |
(জয় শ্রী) হিত হরিবংশ আজু তৃণ টুটত
হঁ বলি বিশদ বিহার || ৩২ ||


আজু বন রাজত যুগল কিশোর |
নন্দ নন্দন বৃষভানু নন্দিনী উঠেন উনীদেঁ ভোর ||
ডগমগাত পগ পরত সিথিল গতি
পরসত নখ সসী ছোড় |
দশন বাসন খন্ডিত মষি মন্ডিত গণ্ড তিলক কচু থোর||
দূরত ন কচ করজনি কে রোকেন আরুন নঁইন আলি চোর |
(জয় শ্রী) হিত হরিবংশ
সাঁভার ন তন মন সুরত সমুদ্র ঝকোর || ৩৩ ||


বন কি কুঞ্জনি কুঞ্জনি ডোলনি |
নিস্কসত নিপট শঙ্করী বীথিনু,
পরসত নাঁহি নিছোলনি ||
প্রাত কাল রাজনী সব জাগে,
সূচত সুখ দৃগ লোলনি |
আলসবন্ত আরুন অতি ব্যাকুল,
কচু উপজত গতি গোলনি ||
নিতন ভৃকুটী বদন অম্বুজ মৃদু,
সরস হাস মধু বলনি |
অতি আসক্ত লাল আলি লাম্পট,
বাস কিনে বিনু মোলনি ||
বিলুলিত সিথিল শ্যাম ছূটি লট,
রাজত রুচির কপোলনি |
রতি বিপরীত চুম্বন পরিরম্ভন,
চিবুক চারু টক টোলনি ||
কবে হঁ শ্রমিত কিসলয় সিজ্যা পর,
মুখ অঞ্চল ঝকঝোলনি |
দিন হরিবংশ দাসি হিয় সীঞ্চত,
বারিধি কেলি কলোলনি || ৩৪ ||


ঝুলত দুই নবল কিশোর |
রাজনি জনিত রং সুখ সুচত অঙ্গ অঙ্গ উঠি ভোর ||
অতি অনুরাগ ভরে মিলি গাবত সুর মন্দর কল ঘোর |
বিচ বিচ প্রীতম চিত চোরতি প্রিয়া নৈন কি কোর ||
অবলা অতি সুকুমারী ডরত মন বর হিন্দোর ঝাঁকোর|
পুলকি পুলকি প্রীতম উর লাগতি দে নব উরজ আঙ্কোর||
আরুজি বিমল মাল কঙ্কণ সোঁ কুণ্ডল সোঁ কচ ডোর |
বেপথ যুত ক্যোঁ বনৈ বিবেচত আনন্দ বঢ়য়ৌ ন থোর ||
নিরখি নিরখি ফুলতি ললিতাদিক
বিভি মুখ চন্দ চকর |
দে আসীস হরিবংশ প্রসংসত করি অঞ্চল কি ছোর || ৩৫ ||


আজু বন নিখে রাস বানায়ো |
পুলিন পবিত্র সুগভ যমুনা তট মোহন বৈণু বাজায়ো ||
কাল কঙ্কন কিঙ্কিনি নূপুর ধুনী
শুনি খগ মৃগ সাচু পায়ো |
যুবতিনু মণ্ডল মধ্য স্যাম ঘন সারঙ রাগ জামায়ো ||
তাল মৃদঙ্গ উপঙ্গ মুরজ ডফ মিলি রসসিন্ধু বাড়ায়ো |
বিবিধ বিশদ বৃষভানু নন্দিনী অঙ্গ সুগঙ্গ দেখায়ো ||
অভিনয় নিপুণ লটকি লট
লোচনা ভৃকুটি অনঙ্গ নাচায়ো |
তাতা থেই তাথেই ধরত নৌতন গতি
পতি ব্রজরাজ রিঝায়ো ||
সকল উদার নৃপতি চূড়ামনি সুখ বারিধি বর্ষায়ো |
পরিরম্ভন চুম্বন আলিঙ্গন উচিত যুবতী জন পায়ো ||
বরসত কুসুম মুদিত নভ নায়ক ইন্দ্র নিশান বাজায়ো |
(জয় শ্রী) হিত হরিবংশ রসিক রাধা পতি
জস বিতান জগ ছায়ো || ৩৬ ||


চলহি কিন মানিনি কুঞ্জ কুটীর।
তো বিনু কুঁবরি কোটি বনিতা জুত, মথত মদন কি পীর॥
গদগদ সুর বিরহাকুল পুলকিত, স্রবত বিলোচন নীর।
ক্বাসি ক্বাসি বৃষভানু নন্দিনী, বিলপত বিপিন অধীর॥
বংসী বিশিখ, ব্যাল মালাবলি, পঞ্চানন পিক কীর।
মলযজ গরল, হুতাসন মারুত, সাখা মৃগ রিপু চীর॥
(জৈ শ্রী) হিত হরিবংশ পরম কোমল চিত, চপল চলি পিয় তীর।
সুনি ভয়ভীত বজ কো পঞ্জর, সুরত সুর রণ বীর॥৩৭॥


বেগি চলহি উঠি গহর করতি কত,
নিকুঞ্জ বুলাবত লাল।
হা রাধা রাধিকা পুকারত,
নিরখি মদন গজ ঢাল।।
করত সহায় সারদ সশি মারুত,
ফুটি মিলী উর মাল।
দূর্গম তাকত সমর অতি কাতর,
করহি ন পিয় প্রতিপাল।।
(জয় শ্রী) হিত হরিবংশ চলি অতি আতুর,
শ্রবণ শুনত তেহি কাল।
লই রাখে গিরি কুচ বিচ সুন্দর,
সুরত-সূর ব্রজ বাল।। ৩৮।।


খেল্যো লাল চাহত রবান।
রচি রচি আপনে হাত সঁভারযৌ নিকুঞ্জ ভবন।।
রজনী সারদ মন্দ সুরভ সঁ সীতল পवन।
তো বিনু কুঁবরি কাম কি বেদন মেটব কবন।।
চলহি ন চপল বাল মৃগনৈনি তজিব মবন।
(জয় শ্রী) হিত হরিবংশ
মিলব পিয়ারে কি আরতি দবন।। ৩৯।।


বৈঠে লাল নিকুঞ্জ ভবন।
রাজনী রুচির মল্লিকা মুকুলিত ত্রিবিধ পবন।।
তুঁ সখি কাম কেলি মন মোহন মদন দবন।
বৃথা গহরু কত করতি কৃষোদরী কারণ কবন।।
চপল চলি তন কি সুধি বিসরি শুনত শ্রবণ।
(জয় শ্রী) হিত হরিবংশ মিলি রস লাম্পট রাধিকা রবন।। ৪০।।


প্রীতি কি রীতি রঙ্গিলৈ জানে।
যদ্যপি সকল লোক চূড়ামণি দীন আপনপৌ মানে।
যমুনা পুলিন নিকুঞ্জ ভবন মে মান মানিনী ঠানে।
নিকট নবীন কোটি কামিনী
কুল ধীরজ মনহিঁ ন আনে।।
নস্বর নেহ চপল মধুকর জ্যোঁ আনঁ আনঁ সঁ বানৈ।
(জয় শ্রী) হিত হরিবংশ চতুর সোই
লালহি ছাড়ি ম্যান্ড পহিচানৈ। ৪১।।


প্রীতি ন কাহু কি কানি বিচারে।
মারগ আপমারগ বিধকিত মন কো অনুসরত নিবারৈ।
য্যোঁ সরিতা সাঁবন জল উমগত সনমুখ সিন্ধু সিদ্ধার।
য্যোঁ নাদহি মন দিইঁ কুরঙ্গনি প্রগট পারধি মারৈ।
(জয় শ্রী) হিত হরিবংশ হিলগ সারঙ
য্যোঁ সালভ শরীরহি জার।
নাইক নিপুণ নবল মোহন বিনু
কৌন আপনপৌ হারৈ।। ৪২।।


অতি নাগরি বৃষভানু কিশোরী।
সুনি দুতিকা চপল মৃগনৈনি,
আকর্ষত চিতবন চিত গোরী।।
শ্রীফল উরজ কঞ্চন সী দেহী,
কাটি কেহরি গুণ সিন্ধু ঝকোরী।।
বেণী ভুঞ্জঙ্গ চন্দ্র শত বদনী,
কদলী জঙ্ঘ জলচার গতি চোরি।।
সুনি ‘হরিবংশ’ আজু রাজনী মুখ,
বন মিলাই মেরি নিজ জোড়ী।
যদ্যপি মান সমেত ভামিনী,
সুনি কত রহত ভলী জিয় ভোরী।। ৪৩।।


চলিয়া সুন্দরী বোলী বৃন্দাবন।
কামিনী কণ্ট লাগি কিন রাজহি,
তুঁ দামীনি মোহন নৌতন ঘন।।
কঞ্চুকি সুড়ঙ্গ বিবিধ রঙ্গ সারী,
নখ যুগ উন বনে তরে তন।।
এ সব উচিৎ নবল মোহন কৌ,
শ্রীফল কুচ যৌবন আগম ধন।।
অতিসয় প্রীতি হুতি অন্তরগত,
(জয় শ্রী) হিত হরিবংশ চলি মুকুলিত মন।
নিবিড় নিকুঞ্জ মিলে রস সাগর,
জিতে সত রতি রাজ সুরত রণ।। ৪৪।।


আবতি শ্রীবৃষভানু দুলারি।
রূপ রাশি অতি চতুর শিরোমণি অঙ্গ অঙ্গ সুকুমারী।।
প্রথম উবটি মজ্জন করি সজ্জিত নীল বর্ণ তন সারি।
গুন্থিত আলক তিলক কৃত সুন্দর সাঁন্দূর মাঙ্গ সঁওয়ারী।।
মৃগজ সমান নঁইন অঞ্জন জুত রুচির রেখ অনুসারী।
জটিত লবঙ্গ ললিত নাসা পর দাসনাবলি কৃত কারী।।
শ্রীফল উরজ কঁসূভী কঞ্চুকি কসি
উপর হার ছবি ন্যারি।
কৃস কটি উদর গম্ভীর নাভি পুট জঘন নিতম্বনি ভারী।।
মনোঁ মৃনাল ভূষণ ভূষিত ভুজ স্যাম অংস পর ডারি।
(জয় শ্রী) হিত হরিবংশ যুগল করিনী গজ
বিহরত বন পিয় পিয়ারী।। ৪৫।।


বিপিন ঘন কুঞ্জ রতি কেলি ভুজ মেলি রুচি,
শ্যাম শ্যামা মিলি সারদ কি জমিনী।
হৃদয়ে অতি ফুল সমতূল পিয় নাগরী,
করিনি করি মত্ত মনোঁ বিবিধ গুণ রামিনী।।
সারস গতি হাস পরিহাস আবেস বস,
দলিত দল মদন বল কোক রস কামিনী।
(জয় শ্রী) হিত হরিবংশ শুনি লাল লাবণ্য ভিদে,
প্রিয়া অতি সূর সুখ সুরত সংগ্রামিনী।। ৪৬।।


বন কি লীলা লালহি ভাবে।
পত্র প্রসূন বিচ প্রতিবিম্বহি নখ শিখ প্রিয়া জনাবে।।
সকুচ ন সকত প্রকট পরিরম্ভন আলি লাম্পট দুরি ধাবে।
সংভ্রম দেতি কুলকি কাল কামিনী
রতি রণ কলহ মচাবে।।
উলটি সবৈ সমঝি নঁইননি মে অঞ্জন রেখ বানাবে।
(জয় শ্রী) হিত হরিবংশ প্রীতি রীতি বস
সজনী শ্যাম কহাবে।। ৪৭।।


বনী বৃষভানু নন্দিনী আজু।
ভূষণ বসন বিবিধ পহিরে তন পিয় মোহন হিত সাজু।।
হাব ভাব লাবণ্য ভৃকুটি লট হারত যুবতি জন পাজু।
তাল ভেদ ঔঘর সুর সূচিত নূপুর কিনকিনি বাজু।।
নব নিকুঞ্জ অভিরাম শ্যাম সঙ্গ নীকা বন্যৌ সমাজু।
(জয় শ্রী) হিত হরিবংশ বিলাস রাস
যুত জোরি অভিচল রাজু।। ৪৮।।


দেখি সখী রাধা পিয় কেলি |
এ যে দোও খোরি খরিক গিরি গহ্বর,
বিহরত কুম্ভ কণ্ঠ ভুজ মেলি ||
এ দোও নবল কিশোর রূপ নিধি,
বিটপ তমাল কনক মনৌ বেলি |
অধর অদন চুম্বন পরিরম্ভন,
তন পুলকিত আনন্দ রস ঝেলি ||
পট বন্ধন কঞ্চুকি কুচ পরসত,
কোপ কপট নিরখত কর পেলি |
(জয় শ্রী) হিত হারিবংশ লাল রস লাম্পট,
ধাই ধরত উর বিচ সঙ্কেলি || ৪৯ ||


নবল নাগরি নবল নাগর কিশোর মিলি,
কুঞ্জ কোমল কমল দলনি সিজ্যা রচি |
গৌর শ্যামল অঙ্গ রুচির তাপর মিলে,
সরস মণি নীল মনৌ মৃদুল কঞ্চন খচি ||
সুরত নীবি নিবন্ধ হেত পিয়, মানিনী –
প্রিয়া কী ভুজনি মে কলহ মোহন মচি |
সুভগ শ্রীফল উরজ পানি পরসত, রোষ –
হুংকার গর্ব দৃগ ভঙ্গি ভামিনী লচি ||
কোক কোটিক রভস রহসী ‘হারিবংশ হিত’,
বিবিধ কল মাধুরী কিমপি নাঁহিন বচি |
প্রণয়ময় রসিক ললিতাদি লোচন চশক,
পিভত মকরন্দ সুখ রাসি অন্তর সাচি || ৫০ ||


দান দৈ রী নবল কিশোরী |
মাংগত লাল লাড়িলৌ নাগর,
প্রগট ভৈ দিন দিন কী চোরী ||
নব নারঙ্গ কনক হীরাবল,
বিদ্রুম সরস জলজ মণি গৌরি |
পূরিত রস পীউষ জুগল ঘট,
কমল কদলি খঞ্জন কী জোড়ী ||
তোপঁ সকল সোঁজ দামিনির কী,
কত সত্রাতি কুটিল দৃগ ভোরী |
নূপুর রব কিঙ্কিনী পিসুন ঘর,
‘হিত হারিবংশ’ কহত নহি থোরী || ৫১ ||


দেখো মা সুন্দরতা কী সীবাঁ |
ব্রজ নব তরুণি কদম্ব নাগরি,
নিরখি করতিঁ অধগ্রিবাঁ ||
যো কাউ কোটি কোটি কলপ লাগি
জীবে রসনা কোটিক পাবে |
তউ রুচির বদনারবিন্দ কী সোভা
কহত ন আবৈ ||
দেবলোক ভুলোক রসাতল শুনি
কবি কুল মতি ডরিয়ে |
সহজ মাধুরী অঙ্গ অঙ্গ কী
কহি কাসোঁ পট্টতরিয়ে ||
(জয় শ্রী) হিত হারিবংশ প্রতাপ রূপ গুণ
বয় বল শ্যাম উজাগর |
যাঁকী ভ্রূ বিলাস বাস পাসুরিব
দিন বিধকিত রস সাগর || ৫২ ||


দেখো মাই এবলা কে বল রাশি
অতি গজ মত্ত নিরঙ্কুশ মোহন ;
নিরখি বাঁধে লট পাশি ||
অবহী পঙ্গু ভৈ মন কী গতি ;
বিনু উদ্যম অনিয়াস |
তবকী কহা কহৌ যব প্রিয় প্রতি ;
চাহতি ভ্রকুটি বিলাস ||
কচ সঞ্জমন ব্যাজ ভুজ দারসতি ;
মুসকনি বদন বিকাশ |
হা হারিবংশ অনীতি রীতি হিত ;
কত ডারতি তন ত্রাস || ৫৩ ||


নয়ো নেহ নব রঙ্গ নয়ো রস,
নবল শ্যাম বৃষভানু কিশোরী।
নব পীতাম্বর নবল চুনরী;
নই নই বুন্দনি ভিজত গৌরি।।
নব ‘বৃন্দাবন হরিত মনোহর
নব চাতক বলত মোর মোরী।
নব মুরলী জু মালার নই গতি;
শ্রবণ শুনত আয়ে ঘন ঘোরী।।
নব ভূষণ নব মুকুট বিরাজত;
নই নই উরপ লেত থোরি থোরি।
(জয় শ্রী) হিত হারিবংশ আশীষ দেত মুখ
চিরজীব ভূতল এ জোড়ী।। ৫৪।।


আজু দুই দামিনী মিলি বহসী।
বিচ লই শ্যাম ঘটা অতি নৌন্তন, তাকের রং রসী।।
এক চমকি চহুঁ ওর সখী রী, আপনে সুভাই লসী।
আই এক সরস গহনী মে, দুহুঁ ভুজ বিচ বসি।।
অম্বুজ নীল উমৈ বিধু রাজত, তিনকী চলন খসি।
(জয় শ্রী) হিত হারিবংশ লোভ বৈটন মন,
পুরণ সরদ সসী।। ৫৫।।


হৌঁ বলি জাউঁ নাগরী শ্যাম।
এসৌঁ হী রঙ করো নিশি বাসর,
বৃন্দা বিপিন কুটী অভিরাম।।
হাস বিলাস সুরত রস সিনচন,
পশুপতি দগ্ধ জীবাবত কাম।
(জয় শ্রী) হিত হারিবংশ লোল লোচন আলী,
করো নহি সফল সাকল সুখ ধাম।। ৫৬ ||


প্রথম যথামতি প্রণৌঁ (শ্রী) বৃন্দাবন অতি রম্য।
শ্রীরাধিকা কৃপা বিনু সবকে মননি অগম্য।।
বর যমুনা জল সিঞ্চন দিনহীন সরদ বসন্ত।
বিবিধ ভাঁতি সুমনসী কে সৌরভ আলিকুল মন্ত।।
অরুণ নূত পল্লব পর কূজত কোকিল কীর।
নির্তনি করত সিখী কুল অতি আনন্দ অধীর॥
বহত পবন রুচি দায়ক সীতল মন্দ সুগন্ধ।
অরুণ নীল সীত মুকুলিত জহঁ তহঁ পুষণ বন্ধ ।
অতি কমনীয় বিরাজত মন্দির নবল নিকুঞ্জ।
সেবত সগন প্রীতিজুত দিন মিনাধ্বজ পুঞ্জ।।
রসিক রাশি জহঁ খেলত শ্যাম শ্যাম কিশোর।
উভয়ে বাহু পরিরঞ্জিত উঠে উনিঁন্দে ভোর।।
কনক কাপিস পট্ শোভিত সুভগ সাঁবরে অঙ্গ।
নীল বসন কামিনী উর কঞ্চুকি কসূভী সুরঙ্গ।॥।
তাল রাবাব মুরজ ডফ বাজত মধুর মৃদঙ্গ।
সরস উকতি গতি সূচিত বর বাঁসুরী মুখ চঙ্গ।।
দৌ মিলি চাঁচরি গাওত গৌরী রাগ আলাপি।
মানস মৃগ বল বেধত ভৃকুটি ধনুষ দৃগ চাঁপি।।
দুইও কার তারিনু পটকত লটকত ইত উত যাঃ।
হো হো হোড়ী বলত অতি আনন্দ কুলকাত।।
রসিক লাল পর মেলতি কামিনী বন্ধন ধূরী।
পিয় পিচকারিনু ছড়াকত তকি তকি কুণ্কুম পূরী।।
কবহুঁ কবহুঁ চন্দন তরু নির্মিত তরল হিঙড়োল।
চড়ি দৌ জন ঝুলত ফুলত করত কিলো।।
বর হিঙড় ঝাঁকোরণী কামিনী অধিক ডরাত।
পুলকি পুলকি বেপথ অঙ্গ প্রীতম উর লাপটাত।।
হিত চিন্তক নিজু চেরিনু উর আনন্দ ন সমাত।
নিরখি নিপাট ন্যেননি সুখ তৃণ তোরাতি ভাল যাঃ।।
অতি উদার বিভি সুন্দর সুরত সূর সুকুমার।
(জয় শ্রী) হিত হারিবংশ করো দিন দুই অচল বিহার।। ৫৭।।


তেরে হিত লইন আই, বন তে শ্যাম পাঠাই:
হারতি কামিনী ঘন কদন কাম কৌ।
কাহে কাউন করত বাধা, শুনি রী চতুর রাধা;
ভেন্টি কৈঁ মৈন্টি রী মাই প্রগট জগত ভোঁ।।
দেখ রাজনী নীকি, রচনা রুচির পী কী;
পুলিন নলিন নব উদিত রৌহিনী ধৌ।
তু তৌ সখী সয়ানী; তেঁ মরী একাও ন মাণী;
হাঁ তোসঁ কহত হাড়ী যুবতী যুগতি সোঁ।।
মোহণলাল ছবীলৌ, আপনে রং রঙ্গীলৌ;
মোহত বিহঙ্গ পশু মধুর মুরলী রৌ।
বে তো অব গনত তন জীবন যৌবন তব;
(জয় শ্রী) হিত হারিবংশ হরি ভজহি ভামিনী যৌ।। ৫৮।।


এহে জু এক মন বহুত ঠৌর করি,
কহু কোনে সচ্চু পায়ৌ।
যহঁ তহঁ বিপতি জার যুবতি লৌ,
প্রগট পিংগলা গায়ৌ।
দ্বৈ তুরঙ্গ পর জোড় চড়ত হঠি,
পড়ত কোন পাই ধায়ৌ।
কহিধোঁ কোন অঙ্ক পর রাখৈ,
যো গণিকা সুত যায়ৌ।।
(জয় শ্রী) হিত হারিবংশ প্রপঞ্চ বঞ্চ
সব কাল ব্যাল কৌ খায়ৌ।
এহে জিয় জানি শ্যাম শ্যামা
পদ কমল সঙ্গী শির নায়ৌ।। ৫৯।।


কহা হৌঁ এন ন্যেননি কি বাত।
যো আলি প্রিয়া বদন অম্বুজ রস আটকে অনন্ত ন যাত।।
জব জব রুকত পলক সম্পুট লট অতি আতুর আকুলাত।
লাম্পট লব নিমেষ অন্তর তে আলপ কলপ সাত সাত।।
শ্রুতি পর কঞ্জ দৃগঞ্জন কুচ বিচ মৃগ মদ হইয়ে ন সমাত।
(জয় শ্রী) হিত হারিবংশ নাভি সর জলচর যাচ্ত সাঁবল গাত॥ ৬০॥


আজু সখী বন মে যু বনে প্র্ভু নাচতে হ্যাঁ ব্রজ মন্ডন।
বৈস কিসোর জুবতী অংসুন পর দিয়েঁ বিমল ভুজ দন্ডন।।
কোমল কুটিল অলক সুঠি সোভিত
অবলম্বিত যুগ গন্ডন।
মানহু মধুপ থকিত রস লম্পট নীল কমল কে খন্ডন।।
হাস বিলাস হরত সবকৌ মন কাম সমূহ বিহন্ডন।
(জৈ শ্রী) হিত হরিবংশ করত আপনৌ যস
প্রকট অখিল ব্রহ্মন্ডন॥৬১॥


খেলত রাস দুলহিনী দুলহু।
সুনহু ন সখী সহিত ললিতাদিক,
নিরখি নিরখি নাইননি কিন ফুলহু।।
অতি কল মধুর মহা মৌঁহন ধুনি,
উপজাত হংস সুঠা কে কূলহু।
থেই থেই বচন মিথুন মুখ নিসরৎ,
সুনি সুনি দেহ দসা কিন ভুলহু।।
মৃদু পদ ন্যাশ উঠত কুংকুম রজ,
অদ্ভুত বহত সমীর দুকূলহু।
কবহু শ্যাম শ্যামা দাসনাঞ্চল-
কচ কুচ হার ছুবৎ ভুজ মূলহু।।
অতি লাবণ্য, রূপ, অভিনয়, গুণ,
নাহিন কোটি কাম সমতূলহু।
ভৃকুটি বিলাস হাস রস বর্ষত
(জয় শ্রী) হিত হরিবংশ প্রেম রস ঝুলহু।।৬২।।


মোহন মদন ত্রিভঙ্গী।
মোহন মুনি মন রঙী।।
মোহন মুনি সঘন প্রকট পরমানঁদ গুণ গম্ভীর গোপাল।
শিস কিরীট শ্রবণ মণি কুণ্ডল উর মণ্ডিত বন মালা।।
পীতাম্বর তন ধাতু বিচিত্রিত কল কিনকিনি কটী চাঙ্গী।
নখ মণি তারণী চরণ সরসীরূহ মোহন মদন ত্রিভঙ্গী।।
মোহন বেইনু বাজাবে ।
ইহিং রৱ নারি বুলাবে ।।
আইঁ ব্রজ নারি শুনত বাঁসী রৱ গৃহ পতি বন্ধু বিসারে।
দর্শন মদন গোপাল মনোহর মনসিজ তাপ নিবারে।।
হার্শিত বদন ব্যঙ্ক অবলোকন সরস মধুর ধুনি গাবে।
মধুময় শ্যাম সমান অধর ধরে মোহন বেইনু বাজাবে।।
রাস রচনা বন মাঁহী।
বিমল কল্প তরু ছাঁহি।।
বিমল কল্পতরু তীর সুপেশল সরদ রৈঁন বর চন্দা।
সীতল মন্দ সুগন্ধ পবন বহে তাহাঁ খেলত নন্দ নন্দা।।
অদ্ভুত তাল মৃদংগ মনোহর কিনকিনি শব্দ করাহীঁ।
যমুনা পুলিন রসিক রস সাগর রাস রচ্যো বন মাঁহী।।
দেখত মধুকর কেলী।
মোহে খগ মৃগ বেলী।।
মোহে মৃগধেনু সহিত সুর সুন্দরী প্রেম মগন পট ছুটে।
উডগন চকিত থকিত সশি মণ্ডল
কোটি মদন মন লুটে।।
অধর পান পরিরম্ভন অতি রস আনন্দ মগ্ন সহেলী।
(জয় শ্রী) হিত হরিবংশ রসিক সাচু পাৱত
দেখত মধুকর কেলী।।৬৩।।


বৈনু মাই বাজৈ বংসীবট
সদা বসন্ত রহত বৃন্দাবন পুলিন পবিত্র সুভগ যমুনা তট।।
জটিত ক্রীট মকরাকৃত কুণ্ডল মুখারবিন্দ ভঁবর মানৌ লট।
দশননি কুন্দ কলি ছবি লজ্জিত লজ্জিত কনক সমান পীত পট।।
মুনি মন ধ্যান ধরত নহিঁ পাবত করত বিনোদ সঙ্গ বালক ভট।
দাস অনন্য ভজন রস কারণ হিত হরিবংশ প্রকট লীলা নট।।৬৪।।


মদন-মথন ধন নিকুঞ্জ খেলত হরি,
রাকা রুচির শরদ রজনী।
যমুনা পুলিন তট সুরতরু কে নিকট,
রচিত রাস চলি মিলি সজনী।।
বাজত মৃদু মৃদঙ্গ নাচত সবৈ সুধঙ্গ;
তৈ ন শ্ৰবণ শুন্যৌ বৈনু বজনী।
(জৈ শ্রী) হিত হরিবংশ প্রভু রাধিক রমন,
মোকৌ ভাবৈ মাই জগত ভগত ভজনী।।৬৫।।


বিহরত দৌ প্রীতম কুঞ্জ।
অনুপম গৌর শ্যাম তন শোভা বন বর্ষত সুখ পুঞ্জ।।
অদ্ভুত খেত মহা মনমথ কৌ দুন্ধুভি ভূষণ রাব।
জুঁঝত সুভাট পরস্পর অঙ্গ অঙ্গ উপজত কোটিক ভাব।।
ভর সংগ্ৰাম অমিত অতি অবলা নিদ্রায়ত কালে নৈন।
পিয় কে অঙ্ক নিসঙ্ক তঙ্ক তন অলস জুত কৃত সেন।
লালন মিস আতুর পিয় পরসদ উরু নাভি উরজৎ।
অদ্ভুত ছটা বিলোকি অবনি পর বিথকিত বেপথ গাত।।
নাগরি নিরখি মদন বিষ ব্যাপিত দিযঁ সুধাধর ধীর।
সত্বর উঠি মহামধু পীবত মিলত মীন মিব নীর।।
অবহিঁ মৈঁ মুখ মধ্য বিলোকে বিম্বাধর সু রসাল।
জাগৃত ত্যোঁ ভ্রম ভয়ো পরযো মন সত্ মনসিজ কুল জাল।।
সকৃদপি ময়ি অধরমৃত মূপনয় সুন্দরী সহজ সনেহ।
তব পদ পঙ্কজ কো নিজু মন্দির পালয় সখি মম দেহ।।
প্রিয়া কহতি কহু কহাঁ হুতে পিয় নৱ নিকুঞ্জ বর রাজ।
সুন্দর বচন বচন কত বিতরত রতি লাম্পট বিনু কাজ।।
ইতনঁ শ্রবণ শুনত মানিনি মুখ অন্তর রহয়ো ন ধীর।
মতি কাতর বিরহজ দুখ ব্যাপিত বহুতর স্বাস সমীর।।
(জয় শ্রী) হিত হরিবংশ ভুজনি আকর্ষে লই রাখে উর মাঝ।
মিথুন মিলত জু কছুক সুখ উপজ্যৌ ত্রুটী লব মিব ভৈ সাঁঝ।।৬৬।।


রুচির রাজত বধূ কানন কিশোরী।
সরস ষোড়স কিয়েঁ, তিলক মৃগমদ দিযেঁ,
মৃগজ লোচন উবাটি অঙ্গ শির খোরী।।
গণ্ড পণ্ডীর মণ্ডিত চিকুর চন্দ্রিকা,
মেদিনী কবরি গুথিত সুরঙ্গ ডোরী।
শ্রবণ টাটঙ্ক কৈ. চিবুক পর বিন্দু দৈ,
কসুঁবি কঞ্চুকী দুরৈ উরজ ফল কোরী।।
বলয় কঙ্কন দোতি, নখন জাবক জোতি,
উদর গুণ রেখ পট নীল কটী থোরী।
সুভগ জঘন স্থলী ক্বণিত কিনকিনি ভলী,
কোক সংগীত রস সিঁধু ঝক ঝরি।।
বিভিন্ন লীলা রচিত রহস হরিবংশ হিত;
রসিক শিরমৌর রাধা রমন জোরী।
ভৃকুটি নির্জিত মদন মন্দ হাস্যময় বদন,
কিয়ে রস বিবস ঘন শ্যাম পিয় গোরী।।৬৭।।


রাস মেং রসিক মোহন বনে ভামিনী।
সুভগ পাবন পুলিন সরস সৌরভ নলিন,
মত্ত মধুকর নিকর সরদ কী জামিনী।।
ত্রিবিধ রোচক পবন তাপ দিনমনি দাবন,
তাহাঁ ঠাঁঢ়ে রমন সঙ্গ সৎ কামিনী।
তাল বীনা মৃদঙ্গ সরস নাচত সুধঙ্গ;
এক তে এক সঙ্গীত কী স্বামীনি।।
রাগ রাগিনী জমি বীপিন বরসত অমী,
অধর বিন্বনি রমী মুরলী অভিরামিনী।
লাগ কট্টর উরপ সপ্ত সুর সঙ সুলপ
লেতি সুন্দর স্গহার রাধিকা নামিনী।।
তাৎতা থেই থেই করত গাঁব নৌতন ধরত,
পলটি ডাগমগ ধরতি মত্ত গজ গামিনী।
ধাই নবরঙ ধরি উরসি রাজত খড়ী;
উভয় কল হংস হরিবংশ ঘন দামিনী।।৬৮।।


মোহিনী মোহন রঙ্গে প্রেম সুরঙ্গ,
মন্ত্র মুদিত কল নাচত সুধগে।
সকল কলা প্রবীণ কল্যাণ রাগিনী লীন,
কহত ন বনৈ মাধুরী অঙ্গ অঙ্গে।।
তারিণী তনয়া তীর ত্রিবিধ সখী সমীর।
মানোঁ মুনি ব্রত ধরযৌ কপোতী কোঁকিলা কীর।।
নাগরি নব কিশোর মিথুন মনসী চোর।
সরস গাবত দোঁউ মঞ্জুল মন্দর ঘোর।।
কঙ্কন কিঙ্কিনি ধুনী মুখর নূপুরনি শুনি।
(জৈ শ্রী) হিত হরিবংশ রস বর্ষত নব তরুণী ॥৬৯॥


আজু সম্ভারত নাঁহিন গোরী।
ফুলি ফির মত্ত করিনী য্যোঁ সুরত সমুদ্র ঝকোরী।।
আলস বলিত আরুন ধূসর মষি প্রগট দৃষ্ট চোরি।
পিয় পর করুণ অমী রস বর্ষত অধর আরুনতা থোরি।।
বাঁধত ভৃঙ্গ উরজ অম্বুজ পর আলকনি বন্ধ কিসোরী।
সঙ্গম কিরচি কিরচি কঞ্চুকি বাঁধ শিথিল ভই কটি ডোরি।।
দেতি আশীষ নিরখি যুবতি জন জিনকেঁ প্রীতি ন থোরি।
(জয় শ্রী) হিত হরিবংশ বিপিন ভূতল পর সন্তত অবিচল জোরি ।।৭0।।


শ্যাম সংগ রাধিকা রাস মণ্ডল বনী।
বীচ নন্দলাল ব্রজওয়াল চম্পক বর্ণ,
য্যোঁ য় ঘন তড়িত বিচ কনক মারকত মণী।।
লেতি গতি মান তত্ত থেই হস্তক ভেদ,
স রে গ ম প ধ নি এ সপ্ত সূর নাদিনী।
নির্ত রস পহির পট নীল প্রগটিত ছবি,
বদন জনু জলদ মে মকর ক চন্দিনী।।
রাগ রাগিনী তান মান সঙ্গীত মত,
থকিত রাকেশ নভ সরদ ক জামিনী।
(জৈ শ্রী) হিত হরিবংশ প্রভু হংস কটি খেহরি,
দূরি কৃত মদন মদ মত্ত গজ গামিনী।।।৭১।।


সুন্দর পুলিন শুভগ সুখ দায়ক।
নব নব ঘন অনুরাগ পরস্পর খেলত কুংবর নাগরি নাইক।
শীতল হংস সুতা রস বিচিনু পরশি পবন সীকর মৃধু বর্ষত।
বর মন্দার কমল চম্পক কুল সৌরভ সরসী মিথুন মন হর্ষত।
সকল সুন্ধং বিলাস পরাভূমি নাচত নবল মিল সুর গাবত।
মৃগজ ময়ূর মরাল ভ্রমর পিক অদ্ভুত কোটি মদন শীর নাওত।
নির্মিত কুসুম সৈন্ মধু পূরিত ভজন কনক নিকুন্জ বিরাজত।
রজনী মুখ সুখ রাশি পরস্পর সুরত সমর দৌঁ দল সাজত।।
বিট কুল নৃপতি কিশোরী কর ধৃত, বুধি বল নিবী বন্ধন মোচত।
‘নেতি নেতি’ বচনামৃত বলত প্রণয় কোপ প্রীতম নাহি সোচত।
(জৈ শ্রী) হিত হরিবংশ রসিক ললিতাদিক লতা ভবন রন্ধ্রনি অবলোকিত।
অণুপম সুখ ভর ভরিত বিভস অসু আনন্দ বারি কণ্ঠ দৃগ রোকত।।৭২।।


খঞ্জন মীন মৃগজ মদ মে্টত,
কহা কহৌঁ নেনিন কি বাতৈঁ।
সনি সুন্দরি কহাঁ লঔ সিখইঁ,
মোহন বাসীকরণ কি ঘাতৈঁ।
বঙ্ক নিশঙ্ক চপল অনিয়ারে,
অরুণ শ্যাম সীত রচে কাহাঁ তৈঁ।
ডরত ন হারত পরয়ৌ সর্বসু
মৃদু মধুমিব মাদক দৃগ পাতৈঁ।
নৈকু প্রসন্ন দৃষ্টি পূরণ করি,
নহঁই মোতন চিতয়ৌ প্রেমদা তৈঁ।
(জয় শ্রী) হিত হরিবংশ হংস কল গামিনী,
ভাবৈ সো করহু প্রেম কে নাতৈঁ।।৭৩।।


কাহে কৌঁ মান বাড়াবতু হে বালক মৃগ লোচন।
হৌঁব ডরন কছু কহি ন সকতি এক বাত সংকোচনী।
মত্ত মুরলী অন্তর তব গাওত জাগৃত সৈন্ তবাকৃতি সোচনি।
(জয় শ্রী) হিত হরিবংশ মহা মোহন পিয় আতুর বিট বিরহজ দুখ মোচনি।।৭৪।।


হৌঁ জু কহিতি এক বাত সখী,
সুনি কাহে কৌঁ ডারত?
প্রাণরমন সৌঁ ক্যান’ব করত,
আগস বিনু আরত।।
পিয় চিতবত তুব চন্দ বদন তন,
তুঁ অধমুখ নিজু চরণ নিহারতি।
বে মৃদু চিবুক প্রলোই প্রবোধত,
তুঁ ভামিনী কর সৌঁ কর টারতি।।
বিবশ অধীর বিরহ অতি কতর সর
অউসর কছুবৈ ন বিচারতি।
(জয় শ্রী) হিত হরিবংশ রহসী প্রীতম মিলি,
তৃষিত নৈন কাহে ন প্রতিপারতি।।৭৫।।


নাগরীং নিকুঞ্জ এঁন কিশলয় দল রচিত সেং,
কোক কলা কুশল কুণ্বরি অতি উদার রী।
সুরত রঙ অঙ্গ অঙ্গ হাৱ ভাব ভৃকুতি ভঙ্গ,
মাধুরী তরঙ্গ মথত কোটি মার রী।
মুখর নূপূরণি সুবাব কিনকনী বিচিত্র রাব,
বিরমি বিরমি নাথ বদত বর বিহার রী।
লাড়িলী কিশোর রাজ হংস হংসিনী সমাজ,
সীঁচিত হরিবংশ নৈন সুরস সার রী।।৭৬।।


লটকতি ফিরতি যুভতি রস ফূলি।
লতা ভবন মে সরস সকল নিশি,
পিয় সঙ সুরত হিঁড়োড়ে ঝূলি।।
যদপি অতি অনুরাগ রসাসব
পান বিবশ নাহঁইন গতি ভূলি।
আলস বালিত নৈন বিকলিত লট,
উর পর কছুক কঞ্চুকী খুলি।।
মরগজি মাল সিথিল কটি বন্ধন,
চিত্ৰিত কজল পীক দুকূলী।
(জয় শ্রী) হিত হরিবংশ মদন সর জর্জর,
বিথকিত শ্যাম সঞ্জীবন মূলি।।৭৭।।


সুধঙ্গ নাচত নবল কিশোরী।
থেই থেই কহতি চহতি প্রীমত দিসি,
বদন চন্দ মনে তৃষিত চকোরী।।
তান বন্ধান মান মে নাগরী
দেখত শ্যাম কহত হো হো হোরী।
(জয় শ্রী) হিত হরিবংশ মাধুরী অঙ্গ অঙ্গ,
বরবাস লিয়ৌ মোহন চিত চোরি।।৭৮।।


রহসী রহসী মোহন পিয় কে সংগ রী,
লড়ৈতি অতি রস লটকতি।
সরস সুধঙ্গ অঙ্গ মে নাগরী,
থেই থেই কহতি অবনি পদ পটকতি।।
কোক কলা কুল জানি সিরোমণি,
অভিনয় কুটিল ভৃকুতিযনি মটকতি।
বিবশ ভয়ে প্রীতম আলি লম্পট,
নিরখি করজ নাসা পুট চটকতি ॥
গুণ গনু রসিক রাই চূড়ামণি
রিজভতি পদিক হার পট ঝটকতি।
(জয় শ্রী) হিত হরিবংশ নিকট দাসীজন,
লোচন চষক রসাসব গটকতি।।৭৯।।


বল্লভী সু কনক বল্লরী তামাল শ্যাম সংগ,
লাগি রহি অঙ্গ অঙ্গ মনোভিরামিনী।
বদন জোতি মনো ময়ঙ্ক আলকা তিলক ছবি কালঙ্ক,
ছপতি শ্যাম অঙ্ক মনো জলদ দামিনী।।
বিগত বাস হেম খম্ভ মনে ভূবঙ্গ বৈনী দণ্ড,
পিয় কে কণ্ঠ প্রেম পুণ্জ কুণ্জ কামিনী।
(জয় শ্রী) শোভিত হরিবংশ নাথ সাথ সুরত আলস বন্ধ,
উর্জ কনক কলস রাধিকা সুনামিনী।।৮0।।


বৃষভানু নন্দিনী মধুর কল গাবৈ।
বিকট অ্ঘর তান চর্চরী তাল সঁ,
নন্দনন্দন মনসি মোদ উপজাবৈ।
প্রথম মজ্জন চারু চীর কজল তিলক,
শ্রবণ কুণ্ডল বদন চন্দনী লজাওয়।
সুভগ নকবেসরী রতন হাটক জরি,
অধর বন্দুক দশন কুন্দ চমকাবৈ।
বালয় কঙ্কন চারু উরসি রাজত হারু,
কাতিব কিঙ্কিনী চরণ নূপূর বাজাবৈ।
হংস কল গামিনী মথতি মদ কামিনী,
নখনি মদযন্তিকা রঙ রুচি দ্যাবে।।
নির্ত্ত সাগর রভসী রহসী নাগরী নবল,
চন্দ চালী বিবিধ ভেদনি জানাবৈ।
কোক বিদ্যা বিদিত ভাই অভিনয় নিপুণ,
ভূ বিলাসনী মকর কেতনি নাচাবৈ ।।
নিবিড় কানন ভবন বাহু রঞ্জিত রবন,
সরস আলাপ সুখ পুণ্জ বরসাবৈ ।
উভয় সঙগম সিন্ধু সুরত পুষণ বন্ধু,
দ্রবত মকরন্দ হরিবংশ আলি পাবৈ ।।৮১।।


নাগরতা কী রাশি কিশোরী।
নব নাগর কুল মৌলি সাঁবরি,
বর বস কিয়ো চিতৈ মুখ মোরী।।
রূপ রুচির অঙ্গ অঙ্গ মাধুরী,
বিনু ভূষণ ভূষিত ব্রজ গোরী।
ছিন ছিন কুশল সুধঙ্গ অঙ্গ মে,
কোক রমস রস সিন্ধু ঝকোরী।
চঞ্চল রসিক মধুপ মোঁহন মন।
রাখে কনক কমল কুচ কোরী।
প্রীতম নৈন জুগল খঞ্জন খগ,
বাঁধে বিবিধ নিবন্ধ ডোরী।
অবনী উদর নাভি সরসী মে,
মনৌ কছুক মদিক মধু ঘোরী।
(জয় শ্রী) হিত হরিবংশ পিভত সুন্দর বর,
সীঁব সুদৃঢ় নিগমনি কি তোরী।।৮২।।


ছাঁড়িদে মানিনী মান মন ধরিবৌ।
প্রণত সুন্দর সুঘর প্রাণবল্লভ নবল,
বচন আধীন সঁ ইতৌ কাট করিবৌ।।
জপত হরি বিবশ তব নাম প্রতিপদ বিমল,
মনসি তব ধ্যান তে নিমিষ নহি টরিবৌ।
ঘটিত পলু পলু সুভগ সরদ কি জামীনি,
ভামিনী সরস অনুরাগ দিশি ধরিবৌ।।
হৌঁ জু কহিতি নিজু বাত শুনো মনি সখি,
সুমুখি বিনু কাজ ঘন বিরহ দুখ ভরি বৈ।
মিলত হরিবংশ হিত’ কুঞ্জ কিশলয় শয়ন,
করত কল কেলি সুখ সিন্ধু মে তিরিবৌ ।।৮৩।।


আজুব দেখিত হে হ প্রিয় রঙ ভরি।
মোপৈ ন দুরুতি চুরি বৃর্ষভানু কিশোরী;
সিথিল কাটি কি ডোরি, নন্দ কে লালন সঁ সুরত লরি।।
মোতিয়ান লর টু্টি চিকুর চন্দ্রিকা ছুটী
রহসী রসিক লূটি গণ্ডনি পীক পড়ি।
নেনিনি আলস বস অধর বিংব নিরস;
পুলক প্রেম পরস হিত হরিবংশ রী রাজত খরি।।৮৪।।







If you find any error or discrepancy, feel free to contact via email info@shriradha.net.