Bringing the Divine Verses of Shri Radha Vallabh Sampradaya Closer to the Bengali Community
Many Bengali devotees of Shri Radha Vallabh Sampradaya find it challenging to read the Ras Granthas in their original Devanagari/ Hindi script. While the depth of these scriptures is beyond language barriers, accessibility remains a hurdle. Our platform aims to bridge this gap by transcribing the sacred texts into the Bengali script, making them easier to read without altering their original meaning.
✅ Alphabet Transcription, Not Translation – We preserve the sanctity of the scriptures by converting only the alphabets from Devanagari to Bengali.
✅ Enhanced Readability – Bengali devotees can now fluently read the Ras Granthas in their native script.
Shri Radha Vallabh Sampradaya, founded by Hith Harivansh Mahaprabhu, is deeply rooted in the love and devotion towards Shri Radha Rani. The Ras Granthas are poetic treasures that express divine love and bhakti. By making these texts accessible to the Bengali-speaking community, we hope to encourage deeper engagement with this beautiful spiritual tradition.
With the advent of modern communication systems, the internet, Youtube & Social Media, Shri Sadh-Gurudev Bhagawan (Param Pujya Pratasmaraniya Shri Hit Premanand Govind Sharan Ji Maharaj) has played a pivotal role in spreading the divine wisdom of Radha Vallabh Sampradaya across the world. Today, countless devotees from various linguistic and cultural backgrounds are able to connect with the eternal message of Hith Harivansh Mahaprabhu & Shri Radha Vallabh Sampradaya through online platforms, discourses, and digital scriptures. This initiative is a small step towards making the sacred teachings even more accessible.
শ্রী রাধা বল্লভ সম্প্রদায়ের পবিত্র গ্রন্থসমূহ বাংলাভাষী ভক্তদের জন্য সহজতর করে তোলা
অনেক বাঙালি ভক্ত শ্রী রাধা বল্লভ সম্প্রদায়ের রস গ্রন্থসমূহ মূল দেবনাগরী লিপিতে পড়তে অসুবিধা অনুভব করেন। যদিও এই গ্রন্থগুলোর গভীরতা ভাষার সীমানার বাইরে, তবে পাঠযোগ্যতার একটি চ্যালেঞ্জ থেকেই যায়। আমাদের এই প্রচেষ্টা সেই ব্যবধান কমিয়ে আনার জন্য, যেখানে আমরা কেবল লিপি পরিবর্তন করে বাংলা অক্ষরে রূপান্তর করবো, কিন্তু অর্থ পরিবর্তন করবো না।
✅ সলিপ্যন্তরণ, অনুবাদ নয় – দেবনাগরী থেকে শুধুমাত্র অক্ষর পরিবর্তন করে বাংলায় উপস্থাপন করা হয়।
✅ সহজ পাঠযোগ্যতা – বাংলাভাষী ভক্তরা এখন স্বচ্ছন্দে রস গ্রন্থগুলো পড়তে পারবেন।
শ্রী হিত হরিবংশ মহাপ্রভু প্রতিষ্ঠিত শ্রী রাধা বল্লভ সম্প্রদায় একান্তভাবে শ্রী রাধার প্রতি শুদ্ধ ভক্তির উপর প্রতিষ্ঠিত। রস গ্রন্থগুলো চিরন্তন প্রেম ও ভক্তির এক অমূল্য সম্পদ। বাংলাভাষী ভক্তদের জন্য এগুলোকে পাঠযোগ্য করে তোলার মাধ্যমে, আমরা এই মহান ভক্তিসংস্কৃতির গভীরে প্রবেশের একটি সুযোগ করে দিতে চাই।
আধুনিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, ইউটিউব ও সামাজিক মাধ্যমের প্রসারের সাথে, শ্রী সদগুরুদেব ভগবান (পরম পূজ্য প্রতঃস্মরণীয় শ্রী হিত প্রেমানন্দ গোবিন্দ শরণ জী মহারাজ) সারা বিশ্বে শ্রী রাধা বল্লভ সম্প্রদায়ের দিভ্য জ্ঞানের প্রচার ও প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।আজ, বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির অসংখ্য ভক্ত অনলাইনের মাধ্যমে এই মহান ঐতিহ্যের সাথে সংযুক্ত হতে পারছেন। আমাদের এই উদ্যোগও সেই বৃহত্তর প্রয়াসের একটি অংশ মাত্র।